আর পাঁচটা মানুষের মত আমাদের জীবন হবে যেদিন
হারিয়ে যাবো সেদিন ওই রামধনুটার রঙে
মিশে যাবো উল্টো স্রোতের টানে
এখনও কথারা মানে খোঁজেনা
ভালো লাগাগুলো চৌকাঠ পেরোইনি অবহেলার
আমি খুঁজি ভালোবাসা
আর তুমি আমাকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com