মাঘের শীতে রাতের বেলা
ঠিক বারোটা বাজে
এমন সময় একটা চোরা
ব্যস্ত আপন কাজে।
জামা পোশাক খুলে রাখে
তেলে শরীর মাজা
বারান্দার পাইপ বাইয়া ওঠে
দেখতে শরীর তাজা।
দ্বিতল ভবন খুঁজে বেড়ায়
লম্বা লগির সাথে
হাত দুটো ঠিক ঠকঠকিয়ে
কাঁপে দাঁতে দাঁতে।
নিশানা যায় নড়েচড়ে
পা দুটোও কাঁপে
এমন সময় কাশে খোকা
ওঠে খোকার বাপে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com