দিন মাস বছর জীবন জুড়ে
শতাব্দী নাম নেই!
কতো বড়াই –করছো মানব
ভাবছো তুমি সেই।
খুব সহজেই—-হারিয়ে যায়
কতো রঙিন দিন,
তার পরে ও লোক ঠুকিয়ে
করলে যত ঋণ।
বয়স ভারে যাচ্ছো তলায়
হও না তবুও চুপ?
একদিন তবে ঠিকই দিবে
চোরাবালি ডুব!
মরণ কোলে পড়বে সেদিন
সুখের দিবে ঘুম!
কোথায় যাবে আধিক্য ওই
জাঁকজমক ধুম।
স্মরণ করবে কেমন ভাবে
তোমার দেহের নাম,
কোথায় রবে তোমার বিশাল
জোর ক্ষমতার দাম।
চোরাবালি —-কাড়ছে জীবন
যাচ্ছো তলায় রোজ,
দেখার চোখে দেখলে বুঝবে
তবেই করো খোঁজ।
ঊঠার আশা —-বৃথাই চেষ্টা
বাঁচতে যদি চাও,
কর্মের মাঝেই মানব সেবায়
উজাড় করে দাও।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com