তুমি ভুলে গেছো আমায়
চোখের তারায়
রইবে যতদিন না হয় মরণ
আমার চোখের ছায়ায়।
ভুলতে চাইলে ভুলা যায় না
চোখ যে দেয় না ফাঁকি
বেদনার হৃদয় ঝংকার বাজে
দেয় না আমায় ফাঁকি।
আমি উজ্জ্বল নক্ষত্রের মতো
উড়ে উড়ে বেড়াই
দূর নীলিমায় মেঘের ভেলায়
ফিরে ফিরে চাই ।
তোমাকে দেখতে পাই আমি
ভুল করেছো তুমি
আমি কাঙাল মতি মেয়ে
মাশুল খুঁজো তুমি।