সেই চেনা সুর জানি বহুদূর
শুনিতে পারিনা সরাসরি,
কত যে মধুর মায়ারি চাদর
হারিয়েছি কত তাড়াতাড়ি।
সেই চেনা মুখ হারাল যে চোখ
আপনেরা হল বুঝি পর,
শুধু কাঁদে মন ছুটে সারাক্ষণ
খুঁজি তাদের অতঃপর।
আজব এ ধরা বাঁধন হারা
সবাইকে নিল বুঝি কাড়ি,
কিসের নেশায় ছুটিছে ধরায়
আপন বাড়ি ছাড়ি।
কোথা হারালে হাতটা বাড়ালে
পায়না গো আর কভু দেখা,
এভাবেই সবাই হারাবে একদিন
রবো আমি সেদিনও একা।
ওগো রহমান তুমি বহমার্ন
হৃদয়ে দাওনা প্রশান্তি,
দাওনা ঢেলে কুরানের নূর জ্বেলে
দূর করে সব অশান্তি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com