এখন তোর বয়স ঊনিশ কুড়ি
তাই, রূপের দেমাগ বড় যে তুই
দেখাসরে ছুড়ি...তুই, দেখাসরে ছুড়ি...
বড়, দেখাসরে ছুড়ি.।
একদিন, যৌবন জোয়ার যাবে চলে
তোর, পড়বে দেহে ভাটা...
সেদিন, কেউ তোর ভালোবাসবেনা আর
দেবেনা কেউ টাটা.।
যখন, বয়স বেড়ে হবি-রে তুই
চুল পাঁকা বুড়ি...
বল, সেদিন কি করবি-রে ছুড়ি তুই
কি করবি-রে ছুড়ি..?
আজ, দু,চোখের যাদুই কতজনকে
করিস যে তুই কাবু...
আজ, তোর পিছেতে পাগল হয়ে
কত ঘুরে বেড়ায় বাবু.।
তারা, তোর হাতের সব খেতে চাই যে
মাখা ঝাল মুড়ি...।
আজ তুই, রাস্তা ঘাটে হাঁটিস দেখি
বাঁকা কোমর দুলাইয়া....
সাগর, জলের মত উতালপাতাল
নেশার ঢেউটা তুলিয়া...।
পাতলা, শর্ট কামিজ পরে পেটের
বের করে ভুঁড়ি...।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com