ইদানিং, পার্কে পার্কে
চুমু জন্যও দিতে হয় অতিরিক্ত ট্যাক্স;
তাহলে, প্রেমিকার সাথে ছাতার নীচে মুখোমুখি
নিজের ইচ্ছেমতো করা যায় চ্যাট।
ঝোপঝাড়ের মশাগুলোকেও দিতে হয় কিছুরক্ত
ওরা জানে, প্রেমিক-প্রেমিকারা চুমুর ভক্ত।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com