তোমাকে খুঁজে পাই রাতের নিস্তব্ধতায়,
শীতের শিশির ভেজা ভোরে আর কুয়াশায়।
মনে পড়ে তোমাকে সকল না পাওয়ায়,
ভালোই লাগে থাকতে তোমার অপেক্ষায়।
বয়ে বেড়াচ্ছো তুমি প্রতিটি রক্ত কনিকায়,
জরিয়ে রয়েছো আমার কাব্যের পূর্ণতায়।
মিশে যাবে না তো বিচ্ছেদের তিক্ততায়,
আমার শহরটা ভরে যাবে দারুন বিষন্নতায়।
তোমাকে ছাড়া আমি বড্ড অসহায়,
যদি একবার বাঁধতে পারি আমার মায়ায়;
অতি আদরে ভালোবাসায়
বন্দি করে রাখবো চিলেকোঠায়,
কেউ যাতে নাগাল না পায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com