ভুবণ মাঝে, আপন সাজে
দেখছি কত স্মৃতি,
মায়ের মত, আপন ব্রত
নেই স্বর্গের প্রীতি।
বউ'কে পেয়ে, মা'কে নিয়ে
করলে অবহেলা
যাবে কি তোর সুখে প্রহর?
জীবনের এবেলা।
ক্রয়ের দামে, গায়ের চামে
শোধ হবেনা ঋণ
পায়ের ঠুসে হয়েও পাপোশ
থাকলে চিরদিন।
মায়ের দুধে, মিঠিয়ে ক্ষিধে
বাঁধা শক্ত তন,
বউ'য়ের রূপে, নোংরা স্তুপে
হারিয়ে গেছে মন?
বত্রিশ নালে টানিয়া নিলে
মা'য়ের দেহবল
আজ কেমনে চাল-চলনে
মাখলে চোখে ধুল?
সময় থাকতে দ্বীনের পথে
আয়' অবুঝ আয়,
মা'বিহনে দোজাহানে
কে আছে ত্বরায়?
কাঁদবে শেষে পাগল বেশে
ঘুরবে বনেবনে
বিন্দুমাত্র আঘাত ক্ষেত্র
বুনলে মা'র মনে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com