বেদনার নীল রঙে নিজেকে সাজিয়ে,
একাকী চলেছি আমি কত স্বপ্ন নিয়ে,
নেই কেউ পাশে মোর বিষণ্ণ বেলায়।
প্রচণ্ড জ্বরের ঘোরে আবুল-তাবুল
বলে যাই কত কিছু, ঝরে যায় ফুল,
তবু খোঁজে ফিরি আমি শুধুই তোমায়।
যদি তবু দেখা পাই এই অবেলায়,
কাছে এসে পাশে বসে হাতটা বাড়ায়,
জ্বরের ঘোরেও তবু পাবো যেন সুখ।
শীতল হাতের ছোঁয়া দেবে যে কপালে,
চোখে চোখ রাখো যদি খুব মায়াজালে,
নিমিষেই কমে যাবে সকল অসুখ।
তোমার পরশ যেন ওষুধ সমান,
হৃদয়ের ঘরে বাজে মিলনের গান,
আজও তো স্বপ্ন দেখি বাঁধবো যে ঘর।
অসুখ হলেই যদি তুমি ফিরে আসো,
কাছে এসে পাশে বসে যদি ভালোবাসো,
চাইবো তো থাক তবে চিরকাল জ্বর।