• আজ- শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

চিনতে পারিনি

কাজী আব্দুল্লা হিল আল কাফী / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

add 1
  • কাজী আব্দুল্লা হিল আল কাফী

তোরে আমি চিনতে পারিনি
এটা ছিল আমার ভুল,
সারাজীবন দিতে হচ্ছে যেন
সেই যে ভুলের মাশুল।
তুই যে আমার মনের মাঝে
ছিলে এ নয়নের মনি,
দুইটি নয়নে ঝরাইলি এখন
আমার লোনা পানি।
হৃদয় ছেড়ে যদি চলে যাবি
আগে যে বললে হতো,
সারাটা জীবন দু:খ আমার
পাহাড় সমান কতো।
প্রথমে আমরা ভেঙেছে মন
ভেঙে গেছে অন্তর,
তোমার ভালোবাসায় নি:স্ব
ছিলাম নেই যে খবর।
আর কতোকাল নয়ন জলে
কাঁদাবে একাই তুমি,
চলে’ই গেলি আমায় ছেড়ে
নি:স্ব বড় একা আমি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT