তোরে আমি চিনতে পারিনি
এটা ছিল আমার ভুল,
সারাজীবন দিতে হচ্ছে যেন
সেই যে ভুলের মাশুল।
তুই যে আমার মনের মাঝে
ছিলে এ নয়নের মনি,
দুইটি নয়নে ঝরাইলি এখন
আমার লোনা পানি।
হৃদয় ছেড়ে যদি চলে যাবি
আগে যে বললে হতো,
সারাটা জীবন দু:খ আমার
পাহাড় সমান কতো।
প্রথমে আমরা ভেঙেছে মন
ভেঙে গেছে অন্তর,
তোমার ভালোবাসায় নি:স্ব
ছিলাম নেই যে খবর।
আর কতোকাল নয়ন জলে
কাঁদাবে একাই তুমি,
চলে’ই গেলি আমায় ছেড়ে
নি:স্ব বড় একা আমি।