কবে জানি বেজে ওঠে মরণেরও ঘণ্টা,
ক্ষণস্থায়ী ভবে তাই ভালো নেই মন’টা।
মিছে এই ধরাধামে রঙ তামাশায় কাটে ক্ষণ,
থাকবেনা যে বাহাদুরি বাড়ি গাড়ি আরো ধন।
পাপগুলো ঘিরে বসে ভালো কাজে পিছুটান,
চিত্তে নেই খোদাভীতি চেপে ধরে শয়তান।
হালালের অর্ঘ বুঝে চলি মন্তর,
হারামে ঝুঁকে আজ কাঁদে শুধু অন্তর।
অলীক ভাবনায় থাকি সদা মশগুল,
আঁধারে ঢেকে রাখি সত্যের ফোঁটা ফুল।
খোদারই বিধান ভুলে করি রোজ শতপাপ,
আত্ম অলিক দোষে কাটে’না তাই মনস্তাপ।
এবাদত বন্দেগী পূণ্যতে সাড়া নেই,
কেন রোজ নিজেকে আঁধারে ঠেলে দেই?
সালাতের আমলেই মিলে জানি স্বর্গ,
এসো সবাই মনোযোগে বুঝি তারই অর্ঘ।