আয় বৃষ্টি নেমে আয়
ভিজিয়ে দেয় ধরা,
একটু মোদের স্বস্তি দেয়
প্রচন্ড রোদ্দুর খড়া।
মানুষ খুঁজে গাছের ছায়া
একটু হিমেল বাতাস,
রোদের বাড়ি মেঘের আড়ি
অভিমানে ঐ আকাশ।
চিঠি দিলাম মেঘের বাড়ি
একটু বৃষ্টির আশা,
স্বস্তি খুঁজে মানব জীবন
রোদে করে তামাশা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com