ব্যাচেলার লাইফ মানে,
সারাদিন এদিক-সেদিক ঘুরাঘুরি করা;
ব্যাচেলার লাইফ মানে,
বুকে ল্যপ্টপ নিয়ে ঘুমিয়ে পরা।
ব্যাচেলার লাইফ মানে,
পৌষ মাসের রাতেও করা গোসল;
ব্যাচেলার লাইফ মানে,
মাঘের সকালে গায়ে ঢলা ঠান্ডা জল।
ব্যচেলার লাইফ মানে,
সিদ্ধান্তের ভুলে দিন কাটানো নাখেয়ে;
ব্যাচেলার লাইফ মানে,
লক্ষ্য হীনের মতো অবিরম ছুটে চলা ধেয়ে।
ব্যচেলার লাইফ মানে,
ঘুমের ঘরেই ১ম ক্লাস করা;
ব্যাচেলার লাইফ মানে,
উশৃঙ্কলের মতো ব্যবহার করা।
ব্যাচেলার লাইফ মানে,
নিজের মনগড়া ভাবে চলা;
ব্যাচেলার লাইফ মানে,
অপছন্দনীয়কে যা খুসি তই বলা।
ব্যাচেলার লাইফ মানে,
রাত জেগে করা সেটিং;
ব্যাচেলার লাইফ মানে,
সময়ে অসময়ে করা ডেটিং।
ব্যচেলার লাইফ মানে,
রাত ১২টায়ও কথা বলতে ছাদে গিয়ে বসা;
ব্যাচেলার লাইফ মানে,
কানে এয়ার ফোন দিয়ে খিটখির করে হাসা।
ব্যাচেলার লাইফ মানে,
কারনে অকারণে টিড চাওয়া;
ব্যাচেলার লাইফ মানে,
মোবাইল কানে নিয়ে পানিতে পরে যাওয়া।
ব্যচেলার লাইফ মানে,
যাতে আছে দু:খ, কষ্ট, বেদনায় ভরপুর;
ব্যচেলার লাইফ মানে,
যাতে আছে আনন্দের মহান তুর।