প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ
চাইনা এমন
নতুন বছর উল্লাস করে
শব্দ বাজি পোড়ায়
উৎসবে আজ মেতেছে সব
পাখির জীবন ঝরায়।
শিশু, বুড়ো কষ্টে শুনে
বাদ্যযন্ত্রের আওয়াজ
শিক্ষিত কুলের ব্যবহার
দূষণ করছি সমাজ!
হাজার হাজার পাখি মরে
আগমনীর তরে?
এমন বছর চাইনা মোরা
যাচ্ছে জীবন ঝরে।
হারাম কাজের মগ্ন হয়ে
মাতাল হলো সবাই
পরপারে হিসাব দিও
প্রস্তুত থেকো ও ভাই।
ভয় করে না, প্রভু তোমায়
জ্বালায় বাতি ফানুস
বিধি নিষেধ বুঝবে কি যে
এই সমাজের মানুষ!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com