প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ
চাঁদ সূর্যকে ঘিরে
পূর্বাকাশে রবি উঠেছে
ঝিলিমিলি আলো,
পশ্চিমাকাশে অস্ত যায়
সন্ধ্যা হলে কালো।
সূর্য মামা লুকিয়ে যায়
চাঁদ মামা যে উঠে,
সন্ধ্যা তারা জ্বলে নিভে
শুকতারা টা হাঁটে।
চাঁদেও খেলে লুকোচুরি
সাদা মেঘের ভীড়ে,
সাদা কালোর দিনরাত্রি
চাঁদ সূর্যকে ঘিরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com