চাঁদের ঝিকিমিকি সোনালী আলোয় মুখোমুখি বসে
হাত হাত রেখে, চোখে চোখে কানাকানি,
হয়েছিল জানাজানি।
মনের আকাশ থেকে কষ্টরা খসে পড়ে,
সুখের চাদর মুড়ি দিয়ে
চাঁদের আলোয় হেসে খেলে
ছুটেছি স্বর্গ সুখের অতল গহ্বরে।
চাঁদনী রাতের সেই স্বর্গীয় সুখ
এখন শুধু স্মৃতি,,,
বিশ্বাসের খাতায় ভাঙ্গনের তীর চিহ্ন,
চাঁদনী রাতে মনের আকাশ মেঘাচ্ছন্ন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com