আমরা দুজন আজ মিলে মিশে
দুজন দুজনাকে ভালোবেসে,
ঐ, ঝিরঝির পবনের ভেলায় ভেসে
চলো যায় চাঁদের দেশে।
ঐ-না, দূর আকাশের গাঁয়ে মিশে
চাঁদ তারা যেথায় হাসে।
থাকবে তুমি আমার পাশে বসে,
কাঁধে মাথা রেখে লাজুক হেসে।
যেমন ঐ, জ্যোৎস্না রাতে চাঁদ হাসে,
সেই, নিশিতে তোমায় ভালোবেসে
গোলাপ দেবো গুজে কেশে।
রইবে সেথা চাঁদের আলো ভরা
জ্বলবে পাশে সহস্র কোটি তারা
মন যে খুশিতে হবে মাতোয়ারা,
সেই, খুশিতে দুটি মন যে হবে হারা।
বন্ধু সেই-না গভীর অনিমেষে।
সাদা কালো মেঘের আনাগুনা,
সেই নিঝুম রাতে যাবে গান শুনা।
করবে নাতো কেউ সেথায় মানা,
নিঝুম, রাতে হব দুজন আনমনা
দুজন দুজনার থেকে পাশে।
হাত দুটি রেখে তোমার হাতে,
নয়ন রেখে তোমার নয়নেতে।
তখন, বন্ধু গল্প করবো দুজনাতে,
সে রাতে আনন্দে রবো মেতে।
হারাই দুজন প্রেম আবেশে।
শুনবো তোমার মুখের মিষ্টি কথা,
আমিও শুনাবো প্রেমের কবিতা।
তোমার, কোলেতে রেখে মাথা,
হবে, দুটি চোখে চোখে বহু কথা।
গায়ের সাথে গা-টি ঘেঁসে।
সারা রাতভর দুজন গল্প করে,
কিছু জ্যোৎস্না আনবো মুঠো ভরে।
পাখি, ডাকবে যখন শেষ প্রহরে
তখন, ভাবনার ডানায় দুজন উড়ে
ফিরবো আবার মাটির দেশে।