সামনে এগিয়ে চলেছি একাই
পথ করেছি যে শুরু,
স্বার্থক হই যেন আমি সদাই
দোয়া করবেন গুরু।
চলেছি একাই যাব যে একাই
পারি দিব যেন পথ,
সারাটা জীবন চলবো একাই
জীবন হবে যে সৎ।
চলতে শিখতে গিয়েই গুরুর
শুনতে হবে যে বকা,
বকার মধ্যে যে গুরুর কাছেই
যায় বেশ কিছু শেখা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com