চর্যাপদের যুগ পেরিয়ে আধুনিকতার বয়ানে
তোমাকে পড়তে চাই উপন্যাসের অভাবিত রসবোধে।
অমানিশার ঘোর কেটে গেলে প্রচ্ছন্নতার মায়াজালে
ভিজিয়ে দাও আমাকে তুমি মেঘ তোলা কড়া রোদে।
বিশ্ব ঐতিহ্যের সম্ভাবনার দ্বার খুলে ব্যাকুল চিত্তে
তোমার বুকে ফলাবো ভালোবাসার চাষ।
কৈশোর থেকে যৌবনের দুরন্ত উত্তেজনার সমাগমে
মিটাবো তোমার ঠোঁটে আগুন জ্বলা মনের যতো আশ।
কৃষ্টি এবং সংস্কৃতির মিশ্রণে মহাকালের আবর্তনে
তোমাকে নিয়ে যাবো দুঃসাহসিক অবনীর প্রান্তরে।
যেখানে আকাশ ছুঁয়েছে মাটি ও জলের যুগল স্তন
সেখানে তুমি আমি এক হবো আদিমতার বন্দরে।
পাহাড় ঘেঁষা প্রকৃতির মুখরিত স্বপ্নের পরিমণ্ডলে
গড়ে তুলবো বসতি তোমার গ্রীবা ও চিবুকের জগতে।
নান্দনিক সুখের আবহে তৃষাতুর অনির্বাণ বোধে
ক্রমশ স্থিমিত হবো তোমার সুপ্রশস্ত যুগল বাহুতে।