শৈশবের সেই দিন গুলো সবাই
ফিরে পেলে এখন,
মুঠো মুঠো চাল তুলে আবার
করতাম বনভোজন।
বলতাম তুরা কই গেলি সব
ওরে পাড়ার সাথী?
আয়, হারানো দিন ফিরে পেয়েছি
আয়,করি চড়ূই ভাতি।
কেউ বা- আনতো চামচ হাঁড়ি
কেউ আনতো কড়াই,
লবণ হলুদ তৈল আনতে সবার
চলতো ছুটের লড়াই।
পেয়াজ রসুন আদা মরিচ বাটা
আনতো কেউ শিল নুড়া,
কাউকে বলতাম বসে কেন তুই?
কিছু শুকনো খড়ি কুড়া।
শেষে, ইটের উনুন তৈরী করিয়া
অনল জ্বালাই তাতে,
মাঝে মাঝে ঝোলটা দেখিতাম
খুন্তি নাড়িতাম ভাতে।
সবাই বসে থাকতো উনুন জুড়ে
ভরিতো যে গন্ধে মন,
কখন যে রান্না শেষ হবে আর
খাবার দেবে কখন?
রান্না শেষে সারি সারি বসাইয়া
কলা পাতায় দিতাম ভাত,
মহা আনন্দে খাইতাম সকলে
চেটে পুটে শেষে হাত।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com