কলমের খোঁচায় নয় ছয়
গরীবের পকেট মারতে কে কয়?
ঘুষের টাকার পাহাড় গড়ো
অট্টালিকা রাজপ্রসাদ করো।
দিনের আলোয় সমাজ সেবা,
রাতের আঁধারে পুকুর চুরি।
বকলম গরীবের পকেট কাটি ,
কলমের খোঁচায় জ্ঞান চুরি।
ঘুষের টাকায় বাহাদুরি কয়দিন
নাম-যশ -খ্যাতি, হায় হায়!
মনে রেখো দম ফুরালে সবশেষ
ওরে চোর, হও একটু হুঁশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com