ঝড় উঠেছে, বাতাস বইছে
ঝির ঝির বৃষ্টি পড়ছে
প্রভুর দরবারে হাত তুলেছে
আতংকে নিভৃত কাঁদছে।
আসছে ঘুর্ণিঝড় মোখা
মানুষ হয়েছে বোকা
ভয়ে আছে মানব
দুনিয়া টা এক আজব।
ঘূর্ণিঝড় মোখা ক্রমশ বাড়ছে শঙ্কা
পানিতে প্লাবিত হওয়ার আশংকা
প্রাকৃতিক দূর্যোগে জলোচ্ছ্বাস
উপকূলীয় এলাকায় সর্বনাশ।
পাগলা হাওয়ায় ঘটে যাবে
বাড়ি-ঘর লন্ডভন্ড হবে
মানুষের আহাজারি
কেউ তুলবে সেলফি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com