একটি বছর চিন্তা করে
কতটুকুই সুখী?
বিতাড়িত সময়গুলো
হাসিমাখা দু:খী
ভালোমন্দ কাজে মোরা
সেজদা থেকে রুকু
সারা বছর ইবাদাতে
করছি কতটুকু।
চলে যাচ্ছে পুরোনো বছর
নতুন এলো ধরায়
নতুন বছর আগাম চিন্তায়
ভালো কিছু গড়ায়।
বিদায় নিল ২০২৩
স্মৃতি কিছু রেখে
২০২৪ আবার এলো
নতুন কিছু মেখে।
ক্ষমা করে দিয়ো আমায়
গুনাহ থেকে পানা
সুস্থ রেখো দিয়ো প্রভু
হালাল রিজিকখানা।