জাফলং যাবে ঘুরতে এবার
খোকা খুকু ট্রেনে,
উৎফলিত তাদের মন যে
ভালোবাসার টানে।
ঝর্ণা দেখবে, পাহাড় পর্বত
মেঘালয়ের পাথর,
ঠান্ডা পানির নৌকায় চড়বে
চায়ের গন্ধে কাতর।
পরিবার হোটেলে থাকবে
বারান্দা তাদের চাই!
শাহজালাল, শাহপরানের দেশ
সিলেট দেখব তাই।
নানান ধরন খাবার খাবে
অনুভূতি নিয়ে,
বাধন ছাড়া ঘুরবে এবার
সবুজ দেখবে গিয়ে।
পাঠশালাতে ছুটি হলো
পরীক্ষা এখন শেষ,
ঘোরাঘুরি অনেক হলো
সময় কেটেছে বেশ।