খুকুর পায়ে ঘুঙুর বাজে ছমছমাছম
তাই না শুনে দৌড়ে এলো ইঁদুর ডটকম!
ভিড় বাড়লো ঘরের ভেতর ভিড় বাড়লো বাইরে
এতো ভিড়ের বাড়াবাড়ি দেখেনি তো ভাইরে।
সবাই অবাক সাক্ষাৎ নিলো খুকির দাদা দিদার
কেমন করে নাচছে খুকি কেমন রং তার ফিতার।
কোন খাটেতে ঘুমায় সে যে কোন টেবিলে পড়ে
আম কুড়াতে যাই কি খুকি বৈশাখ জৈষ্ঠ্য ঝড়ে।
কোন স্কুলে পড়ে খুকি কোন গাড়িতে চড়ে
চাঁদ মামাটা দেখে কি তার গান জাগে অন্তরে!
নানা বাড়ি যায় কি খুকি আষাঢ় শ্রাবণ দিনে
খায় না কি সে কোন খানা পুসি বেড়াল বিনে।
উত্তর পেয়ে ঠিকঠাক তারা চলে আসে রাতে
ঠিক পরের দিন কাগজ ছাপে দেখতে পেলাম প্রাতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com