গ্রীষ্ম গেছে অনেক আগে
দাবদাহ যায়নি
বর্ষা শেষে শরত এলো
মিষ্টি বায়ু বয়নী।
গরমে প্রাণ ত্রাহি ত্রাহি
সয়না দহন মরমে
বদন ভিজে জলে টপ টপ
বিড়ম্বনা চরমে।
মাঝে মধ্যে মিষ্টি লাগে
বৃষ্টি যখন বরিষে
হঠাৎ করে রোদেলা আকাশ
যেন আগুন ঝরিছে।
পকৃতির এই বহুরূপী খেলায়
হলেম দিশেহারা
গরীব দুখীর চোখে ঘুম নেই
দু’চোখে জলধারা।