এই গ্রীষ্মের দুপুরে
রৌদ্র তাপদাহ
ঘাম ঝরে দরদর
জীবন যায় যায় যে।
আহা কি গরম?
আহা! গরম গরম।
এই গ্রীষ্মের দুপুরে
পাকে কত ফল যে।
আম পাকে জাম পাকে
শরীর পাকে গরমে
বুদ্ধি পাকে মগজে
আহা! গরম গরম।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com