গ্রামের দোকান গ্রামের সংসদ
সব আলাপন চলে,
ধনী গরিব নেই ভেদাভেদ
সবাই কথা বলে।
চেয়ারম্যান মেম্বার কি'যে করে
প্রতিনিধি হয়ে,
রাস্তাঘাটের উন্নয়ন নেই
দিন কেটে যায় সয়ে।
কেউবা হাসে মেম্বার নিয়ে
প্রজেক্ট একটা পেলে,
কেমন করে কাজ করাবে
আবাল মার্কা ছেলে।
চেয়ারম্যান বেটা দুর্নীতিবাজ
বড়ো আলাপ করে,
গরীব দু:খীর চাল চুরিতে
নিজের পকেট ভরে।
গ্রাম সংসদে এই আলাপন
শুনতে ভালোই লাগে,
প্রতিনিধি ভাই বোনেরই
বিবেক নাহি জাগে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com