গার্মেন্টস কোয়ালিটি চাকরি
এই সেক্টরে শিক্ষিত মোটামুটি
বেতন কম বকাঝকা গালি বেশি
এরই নাম গার্মেন্টস কোয়ালিটি।
পোশাক দেখা শুধু পোশাক দেখা,
দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক দেখা।
ডিফেক্ট অল্টার সামনে গেলে
বকা শোনতে হয় ঘণ্টায় ঘণ্টায়।
যে করে এই কোয়ালিটি চাকরি
সেই বুঝে কত জ্বালা শুধু জ্বালা।
৮ থেকে ১২ ঘণ্টা ছাড়িয়ে থাকা
গার্মেন্টস চাকরি এত সহজ না।
মানসিক যন্ত্রণা নিয়ে কাজ করা,
এ জীবন এত সহজ না কঠিন!
প্রতিদিন প্রার্থনায় ডাকি প্রভু
কভু দাও তুমি মুক্তি একটু বাঁচি।
বুকের জমিনে শত কষ্ট চাপা
তবুও নিত্যদিন করি ডিউটি।
পরিবার যেন থাকে সদা সুখে
এই প্রত্যাশা নিয়ে কষ্টেও হাসি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com