১. গাজাবাসী ধুকে মরে
আরব রাজা ঘুমায়
দিন-রজনী ইহুদীদের
পায়ের তলায় চুমায়।
২. মিসাইলের আঘাতে
মানবতা হেরে যায়
অস্ত্রের উল্লাসে
কাপুরুষ লড়ে যায়।
৩.গাজা জুড়ে বয়ে যায়
লেলিহান আগুন
বিশ্ববাসী না ঘুমিয়ে
এবার একটু জাগুন।
৪. আরববিশ্বের সিংহশাবক
যেদিন থেকে জাগবে
সেদিন থেকে ইহুদীরা
লেজ গুটিয়ে ভাগবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com