আমার গাঁয়ের মোঠোপথে
ধানের ক্ষেতের আলে,
প্রজাপতি পাখনা মেলে
জোনাকি নূর জ্বালে।
ধানের ক্ষেতের সবুজ শাখে
ঘাসফড়িং টা নাচে,
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ
দেখেছি খুব কাছে।
প্রভাত হলে কৃষকেরা
লাঙল কাঁধে নিয়ে,
ফজর পড়ে রিযিক খুঁজে
মাঠের পানে গিয়ে।
ঝিঝি পোকা ঝিঝি ডাকে
রাতটা হলে গভীর,
মিষ্টি সুরে বঙশী বাজায়
রাখাল ছেলে কবির।