আকাশসম জ্ঞানের আলো
গল্পের যাদুকর,
সব অন্তরে আছেন তিনি
থাকেন সবার ঘর।
জীবনের কত ছবি আঁকেন
নিখুঁত রঙ তুলিতে,
গুণী শিল্পীর প্রণায় দিন
কেমনে পারি ভুলতে?
শত সহস্র সৃষ্টির মাঝে
অমর সে আজীবন,
সৃষ্টি যে তাঁর অতুলনীয়
তিনি প্রিয় হুমায়ুন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com