ব্যস্ত সড়ক, ব্যস্ত শহর-নগরী
শুধু ব্যস্ততা নেই মনে
শালপা লতার মতো
মন থেমে আছে এক স্থানেই।
নিওন লাইটের নিভু আলোতে
ট্রাফিক সিগনালে চালকের
শান্ত হয়ে বসে থাকার গল্পটা
শুধু সে-ই অনুভব করতে পারে।
অল্পতে সন্তুষ্ট কয়জনে থাকে?
সবারই তো চাই, আরও চাই
গল্পটা শেষের অপেক্ষা-
নাহয় আরও কিছুক্ষণ অব্দি করা যাক !