বজ্রের গর্জন তোল
তুমি মুসলিম কেন ভুল
কর প্রতিবাদ অন্যায়ের
ঝাণ্ডা তোল ন্যায়ের।
জুলুমকারী নিপাত যাক
ইনসাফ চিরজীবী থাক্
এত কান্না, এত অশ্রুপাত
সও কেমনে কর কুপোকাত।
জালেম যত পৃথিবী জুড়ে
সেদিন আর নয় বেশি দূরে
সকল মুসলিম এক হবে
আল্লাহ আকবর রবে।
আল্ আকসা অক্ষত থাকুক
অত্যাচারী যত ভিক্ষা মাগুক
আমরা মাথা উঁচু করে
বাঁচবো বীরের বেশ ধরে।