সকাল বেলায় একসাথে সবে
হয় যে আগুন পোহানো,
খড়খুটো আর পাতা জ্বালিয়ে
ঠান্ডা যায় যে গোপনে।
কৃষক শ্রমিক একসাথে রোজ
সকালে সব কাজে যায়,
শীতের সকালে শিশির কণায়
শীত মাঝে পীড়িত হয়।
নাই যে সবার গরম কাপড়
নাই যেন'ই মোটা কাঁথা,
বুঝবেনা কেউ মোদের মনের
শীতের মধ্যে কত ব্যথা।
সল্প শীতের কাপড় জড়িয়ে
শীত যে নিবারন করি,
অনেক কষ্টে বেঁচে যেন মোরা
শীতের মাঝে যেন মরি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com