অতি গরমে অতিষ্ঠ জনজীবন
পশু পাখির একই,
নেই যে কোথাও হিমেল হাওয়া
করছে হাতপাখাই।
কোথাও যে কোনো কাজ কর্মে
বসে নাহ এই মন
কোথা গেলে ‘সবে আরাম পাব
নেই ঠান্ডা পবন।
হিমালয়ের থেকে আসা ঠান্ডা
আসে নাহ হাওয়া,
রৌদের তীব্রতায় হারিয়ে গেছে
গাছপালার ছায়া।
চারিদিকে যে ভরে গেছে বেলা
সোনালী আলোয়,
রৌদ্রের দাবদাহে ক্ষয়ক্ষতি যে
সবাইকে জ্বালায়।
আগুনের ফুলকির মতো বেগ
ভয়াবহ যে গতি,
রৌদ্রময় দিনে হয়ে চলেছে শুধু
সবার ক্ষয় ক্ষতি।