কইনা কথা শরমে
গত রাইতে ঘুমাইছি না গরমে
কেঁতা বালিশ ভিইজ্জা গেছে
শরীরের পঁচা ঘামে!
হাতপাখা’তে লাগেনা বাতাস
হারাটা রাইত ছাটিছুটুর
কইরা হাহুতাশ
গলাকাটা মুরগীর মতোই
দীর্ঘশ্বাস উঠেনামে!
বিদ্যুৎসংকট হারা দেশজুড়ি
লোডশেডিং কয়লার অভাবে
ধুকে ধুকে মরি
বিলের এতো টাকাকড়ি
গেলো কার পকেট খামে-?
আমলারা আইপিএস চালায়
ওরা এসি রোমে বসেবসে
সুখের কিচ্ছা গায়
মরছে শ্রমিক প্রখর খরায়
দেখে কি ডানে বামে!