খোলপেটুয়ার তীরে আমার বাস
গাবুরা দ্বীপ প্রাণ যে আমার
লোনা পানির ঘ্রাণ যে আমার শ্বাস
বলনা সখি বল
মোর কাছে কি চাস?
লোনা পানির চিংড়ি পাবি
বাগদা পোনা আহরণ
দেখতে যদি চাস?
বলনা সখি বল
মোর কাছে কি চাস?
শুভ্র সফেদ বকটা পাবি
কেমন করে নীড়ে ফেরে
অতিথি পাখি, হাঁস।
বলনা সখি বল
মোর কাছে কি চাস?
সোনা রঙের ধানটা পাবি
রূপের রঙে মন হারাবি
যেদিক ছুটে যাস।
বলনা সখি বল
মোর কাছে কি চাস?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com