আচ্ছা খোকা, বলো শুনি
পাঁচ হালিতে কয়টা?
অংকের হিসাব বুঝি না হায়
আমি মাথা মোটা।
বাদ দিলাম তা, বলো দেখি
তোমার বয়স কত?
জবাব কেবল দিতে পারবেন
বাবা সঠিক মতো।
এবার বলো, পানির রং কী?
প্রশ্ন বেজায় সহজ,
আবোল-তাবোল জিজ্ঞেস করলে
ঘুরে আমার মগজ।
আচ্ছা শেষমেশ, বলো শুনি
কার আবিষ্কার গাড়ি?
আপনার প্রশ্নের জবাব ছাড়া
আমি সবই পারি।