ছোট্ট হাতে খেলে সোনা হাত দুটো তার সরু
নতুন কলার পাতার মতো হলুদ সবুজ তরু।
দাঁত গুলো তার দুধের মতো অনেক বেশি সাদা
রূপ লাবন্য এমন যে তার দেখলে লাগে ধাঁধা।
চোখে সোনার যাদু আছে ভুরু যুগল বাঁকা
রাত্রি হলে জোছনা নিয়ে চেয়ে থাকে রাকা।
ছোট্ট পায়ে চটুল ছন্দে হাঁটে দুটি পায়ে
দিন অবধি দেখা যায় তার ধুলোবালি গায়ে।
হাসলে সোনা হাসে ধরা চতুর্দিকে আলো
নজরুল কাটিম চুল কাটে সে চুল যে বড় কালো।
একটু খানি হেঁটে গেলে সবাই দেখে চেয়ে
এই গাঁয়ের লোক খুশি অনেক এমন যাদু পেয়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com