ছোট্ট বাবা, খোকন সোনা
ছড়া ভালোবাসে,
রোজ সকালে ছড়া পড়ে
খিলখিলিয়ে হাসে।
ছড়ার ছন্দে খোকন সোনা
নাচে দু'হাত তুলে,
তাই না দেখে পোষা বিড়াল
আনন্দেতে দুলে।
ছড়ার বইয়ে পাকা আমের
ছবি দেখে চেয়ে,
খোকন সোনা বেজায় খুশি
আমটি মিছে খেয়ে।
পড়ার ফাঁকে খোকন সোনা
পুতুল নিয়ে খেলে,
মায়ের হাতের দুধমাখা ভাত
আনন্দেতে গেলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com