খোকন সোনা পণ করেছে
রাখবে নাকি রোজা,
সারাটা দিন অনাহারে
কাটানো কি সোজা?
তোমার জন্য এনেছি বাপ
বাহারি সব খাবার,
নেইকো মানা তোমার বেলায়
খেয়ে করো সাবার।
খোকন সোনা দৌড়ে পালায়
হরেক খাবার ফেলে,
তার বয়সী ছেলেরা সব
নানা খাবার গেলে।
খোকন সোনা রাখল রোজা
মনের ইচ্ছা বলে,
আল্লাহ্ তুমি কবুল করো
ধর্মের ছায়া তলে।