বছর ঘুরে আবার ফিরে ঘরে
পবিত্র ঈদুল আজহা,
খুশিতে সারাদিনে মাতোয়ারা
সারাবিশ্বে খুশির যাহা।
নিখুঁত পশু কোরবানি করেন
সবাই মিলে একসাথে,
হাসি খুশিতে ফুর্তি সারা দিন
নেই কোনে ভেদাভেদে।
কোরবানি শেষে মাংস ভাগ
বিলিয়ে দেন সব হাতে,
হিংসা বিদ্বেষ ভুলে যে সবাই
সারাদিন কাটে সাথে।