নীলাকাশের চাঁদ-জুড়ে বসলো ছাদ
খুকুমণি চাঁদ চায় এই সেধেছে বাধ।
খুকুর ঘরে আলো টুকু সব দিয়ে যা
বিনিময়ে দুধ -ভাত সবটা খেয়ে যা?
জানালার মধ্যে থেকে দিয়ে যা উঁকি
পাখির মত ফুড়ুৎ করে আয় না ঢুকি?
ভাত আছে, দুধ আছে, ভাজা ঐ কৈ
আয় তাড়া খেয়ে যা মা'র হাতের দৈ?
চাঁদ শুনি, তারা শুনি, খুকু না শোনে
দোর খুলে,ভয় ভুলে যেতে চাই বনে।
ওই গাছে, ঝুলে আছে দুই ভূতের পা
খুকুমণি ভয় পেয়েছে, কাছে এল মা?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com