রবি উঁকি দিলে খুকি
ঘাসে খেলা করে,
ঘাসের শুভ্র শিশিরের জাল
পা জড়িয়ে ধরে।
ফুলের বাগে গিয়ে খুকি
সুবাস নেয় নাকে,
শালিক শ্যামা ময়না টিয়ে
কাছে ডাকে তাকে।
পুকুর নদী ঝর্ণার জলে
গোসল করতে বলে,
খুকি বলে গোসল করবো
মধ্য দুপুর হলে।
বিলের ঝিলের পদ্ম শাপলা
ডাকে অনুরাগে,
নৌকায় চড়ে যেতে পারি
মাকে বলো আগে।
মায়ে বলে এখন তোমার
লেখাপড়া আছে,
লেখাপড়া শেষে তুমি
যাবে সবার কাছে।