তোমার যেদিন ইচ্ছা করে দেখা দিও বন্ধু,
পাথর কষ্ট আড়াল করে হাসবো একটু মৃদু।
হয়তো তুমি আছো এখন বিশুদ্ধ লোকের খুঁজে ,
আজ অবদি পেয়েছো কি তুমি তাকে
যে তোমায় পূর্নাঙ্গ বুঝে?
খুঁজে যদি পাও তো ধন্য আমার জীবন ;
তোমার সুখে সুখী আমি,
হোক না পাথর চাপায় মরন।