চাকরি করি ছোট্ট একটা
ঘুরি সকল ঘাটে
বেতন আমি সামান্য পাই
কষ্টে দিন যে কাটে।
ডালভাতে পারি না খেতে
ধরা ছোঁয়ার বাহির
কর্তা আমি করব কি রে
বলবো কাকে জাহির।
দ্রব্যমূল্য লাগাম ছাড়া
সুস্থ ক্রেতা রোগী
মধ্যবিত্ত আমরা আছি
গরিব ভুক্ত ভোগী
গেলাম কিনতে টাকা নিয়ে
যেটাই হাতে ধরি
পণ্যের বাজার আকাশ ছোঁয়া
না খেয়ে আজ মরি।
অসাধুতে গেছে ভরে
বলবো আমি কিরে!
শূন্য হাতে হতাশ রাতে
এলাম বাড়ি ফিরে।