ডাস্টবিনে যে খাবার খুঁজিছে কোন জন তারা বলো,
ডাস্টবিন কি খাদ্য উৎস দেখি তাই মোরা চলো।
ঘরের যত পচা-বাশি খাবার খাইতে যাহা না পারি,
ঢেলে দিই তাহা উক্ত ভাগাড়ে ঘরখানা সাফ করি।
পচা ডিম, পচা আপেল কমলা বাঁচিয়া যাওয়া ভাত,
তরকারি যাহা পচিছে ফ্রিজে ঢেলে দেই তার সাথ।
সবজির খোসা ডিমের খোসা পড়ে যাওয়া সব খানা,
ভালো খাবারও ফেলে দেই সেথা বলি যা খাইতে মানা।
ডাস্টবিনে যে খাবার ফেলি তা নষ্ট নাহি যে হয়,
ফেলে দেয়া সেই খাবার থেকেই অনেকে খাবার পায়।
দাড় কাক আর পথের কুকুর কেই নাই যার ভবে,
এখান থেকেই খাবার খুঁজিয়া বেচে থাকে তারা সবে।
দাড় কাক আর কুকুরের সাথে কিছু অভাগার দল,
খাবার পেতে ডাস্টবিনে তারা করে সব কোলাহল।
মানুষ হইয়া কুকুরের সাথে খাবারের ভাগাভাগি,
এসো হে অভাগা মানুষ তোমরা এসো হে এবার জাগি।
সৃষ্টিরা তার খাবার খুঁজিবে নিজের মতোই করে,
ভাগাড়ে মানুষ খাবার খুঁজিবে ভেবে যাই হায় মরে।
যেদেশে মানুষ খাবারের লাগি ভাগাড়ে পড়িয়া থাকে,
সেদেশে মানুষ কেমনে ঘুমায় তেল দিয়ে ভাই নাকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com