এই মাসেতেই মুক্তি মিলবে
সিয়াম পালন করো,
নামাজ রোজায় মগ্ন থেকেই
জীবনটাকেই গড়ো।
গীবতকে তুমি বারণ করবে
না আসিতে তোমা মুখে,
ইহকালেও যে পরকালেও যে
থাকবে তুমিই সুখে।
মিথ্যা মহাপাপ সত্যি কথা বল
হালাল পথেই চল।
এ রমাদানেই ভালো হবে তুমি
শপথ করেই বল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com